নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদরাসা (অধ্যক্ষ) শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু আবছার মো. মিজানুর রহমান তিনি বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।
রবিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, শনিবার রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্তি পুলিশ সুপার বেগমগঞ্জ (সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গত দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনসহ অন্যান্য অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদরাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।
বিডি-প্রতিদিন/শফিক