সিরাজগঞ্জ-ঢাকা রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনে পাশে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামতৈল স্টেশন সংলগ্ন এলাকায় ধূমকেতু এক্সপ্রেসের চাপায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আবদুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আব্দুল হাকিম নামের এক ব্যক্তি রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহতের মরদেহটি স্বজনেরা নিয়ে যায়। মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন