বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জের ধরে মারপিট ও গুলি বর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার প্রধান আসামি বন্দুকের মালিক তেলিগাতী গ্রামের সাবেক পুলিশ সদস্য আব্দুল হামিদ খানকে(৬৫) রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার বেলা ১০টার দিকে তাকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে। একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি পুলিশ জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গ, রবিবার জমির সীমানা বিরোধ নিয়ে তেলিগাতী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ খান ও প্রতিবেশী ফরিদ গাজীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হামিদ খান ঘর থেকে তার লাইসেন্সধারী একনলা বন্দুক নিয়ে ফরিদ গাজীকে লক্ষ করে গুলি ছোড়েন। গুলি লক্ষভ্রষ্ট হলে বন্দুক দিয়ে ফরিদ গাজীকে পেটালে বন্দুকটি ভেঙ্গে ৩ খন্ড হয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন