ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে। সকাল পৌনে ৯টার দিকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন