বরগুনায় ৬টি উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন আরও ৭২৫টি গৃহহীন পরিবার। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ২৩২ এবং ২য় পর্যায়ে ৭৯৩টি গৃহহীন পরিবার ঘর পেয়েছেন।
আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করবেন।
আজ ২৪ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ২০৪১ সালের মধ্য প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ গঠনের যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী বসতঘরের ব্যবস্থা করেছেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। আর আশ্রয়ণ মানে কেবল আবাসনের ব্যবস্থা নয়, এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। প্রতিটি ঘর ও ২ শতাংশ জমি স্বামী-স্ত্রীর নামে যৌথ দলিল করে দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ব্যতিক্রম হচ্ছে ২২ জন তৃতীয় লিঙ্গের সদস্য ঘর পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন