প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কক্সবাজারের টেকনাফে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এ গৃহপ্রদান অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী,উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খেকন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান জহির আহমদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মিডিয়াকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারী-পুরুষগণ।
বিডি প্রতিদিন/এএ