দিনাজপুর-পার্বতীপুর রেলরুটের চিরিরবন্দরে কাটা পড়ে অজ্ঞাতনামা(৫২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্ঘটনাটি সোমবার দিবাগত রাতের যে কোন সময় চিরিরবন্দর সরকারি কলেজের পাশে ১৪ এম ব্রিজের সন্নিকটে ঘটেছে। মঙ্গলবার ভোরের দিকে খবর পেয়ে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর ডিগ্রি কলেজের সন্নিকটে রেললাইনের উপর ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে রেলস্টেশনে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. শহিদুল ইসলাম জানান, গত সোমবার দিবাগত রাতে চলাচলকারী কোন ট্রেনে কাটা গিয়ে থাকতে পারেন তিনি। ওই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ