ফরিদপুরের নগরকান্দায় ১১০টি ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন।
একই সাথে ফরিদপুরের নগরকান্দাকে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, জেলা প্রশাসক অতুল সরকার ও ঈদ উপহার হিসেবে ঘর পাওয়া কয়েকজন নারী। এ সময় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘর প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও শাহদাব আকবর লাবুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাওয়া দুই শতাংশ জমির উপর ঘর ছাড়াও বিদ্যুতের ব্যবস্থা, আধুনিক সুবিধা সম্বলিত খেলার মাঠ, মসজিদ, মন্দির, পুকুরসহ নানা সুযোগ-সুবিধা। ফলে ঈদের আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি সুবিধাভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর