ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচলক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের মেছড়দিয়া মোড় নামক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের মেছড়দিয়া মোড় নামক স্থানে ঢাকা গামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সড়কে মোড় নেওয়ার সময় একটি ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আ. মান্নান মোল্যাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
নিহতরা হলেন- উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ভ্যান চালক কালাম শেখ (৬২) ও পৌর সভার মেছড়দিয়া গ্রামের পাচু শেখের স্ত্রী রুবিয়া বেগম (৫৫)।
বিডি প্রতিদিন/আবু জাফর