পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামে স্থানীয় যুবলীগ নেতার হামলায় কলেজ শিক্ষক আ. হক জুয়েলসহ ৩ জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হামলায় আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষকের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) বাদী হয়ে মীর্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সোমবার দুপুরে চত্রা গ্রামের পশ্চিম বাগের খালের মাটি কাটা নিয়ে স্থানীয় আবুল কালাম ও নুরুল হকের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় আ. হক জুয়েল তাদের থামাতে গেলে তার উপর চড়াও হয় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুরুল হক সহ অন্যান্যরা। তাকে রক্ষা করতে গিয়ে আবুল কালাম ও রাশেদ নামে আরও দুইজন হামলার শিকার হয়। আহত জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মীর্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল