অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে নওগাঁয় ১২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নওযোয়ান মাঠে এসব ছাগল বিতরণ করা হয়।
এফবিসিসিআইয়ের পরিচালক এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার জন্য ছাগল বিরতণের এই উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল। এর আগে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে নওগাঁতে নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিরতণ করেছেন। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে দুই হাজার অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। করোনাকালীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, এমএ ওবাইদা, শেখ রুহুল আমিন আরমান, রোকনুজ্জামান রোকন ও সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই