নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে আব্দুল্লাহ (০৮) ও ঝুমুর (০৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। খানপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু ২টির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তারা পুকুরে ডুবে যায়। এসময় একজন দেখে ফেলায় চিৎকার দিলে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানায়, শিশু দুটি গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানায়, তাদের হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
মৃত ঝুমুরের বাবার নাম জয়নাল আবেদীন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায়। মৃত আব্দুল্লাহর বাবার নাম রুবেল মিয়া। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আম্বরগাছিয়া। তারা উভয়ই সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া। তাদের উভয়ের বাবা-মা গার্মেন্টস কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এমআই