সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নে আমবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- সিরাজগঞ্জ সদর থানার মালশাপাড়া গ্রামের শরিফুল ইসলাম ভুলন (৩৬), একই গ্রামের শহিদুল ইসলাম (৪৮), হোসেনপুর গ্রামের বেলাল শেখ (২৫) ও উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের মিনহাজ (২০)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল সোমবার রাতে উপজেলার আমবাড়িয়া এলাকায় ডাকাত চক্রের সদস্যরা ডাকাতি প্রস্তুতির জন্য অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর