নাটোরের বাগাতিপাড়ায় গৃহহীনদের প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি থেকে ৫০টি ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।
এ সময় ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ও উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে গণভবন থেকে অনলাইনে সারাদেশের অনুষ্ঠানের যোগ দেন। এ সময় সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর