ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, শহরের মার্কেটগুলোতে ততোই আনাগোনা বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিপণী বিতানগুলোতে চলছে বেচাকেনা। নানা আয়ের মানুষেরা সাধ্যমতো পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন দোকানগুলোতে।
শহরের গীতাঞ্জলী সড়ক, কে ফ্যাশন, পৌর মার্কেট, মুন্সী মার্কেট, বঙ্গবাজারসহ জেলা ও উপজেলা শহরের শপিং মল, ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলো ক্রেতা সমাগমে মুখর হয়ে উঠেছে। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা।
করোনা মহামারি কাটিয়ে এ বছর ক্রেতার ভিড় বেশি। এতে বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরা। তবে দোকানিদের বিরুদ্ধে দাম বেশি নেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। গত বারের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ দামে পোশাক কিনতে হচ্ছে তাদের। এবারের ঈদে ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে টি-শার্ট ও পাঞ্জাবি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে গাউন, সারারা ও গারারাসহ নানা নামের পোশাক।
বিডি প্রতিদিন/এমআই