বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীর ধারালো দা’য়ের কোপে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা হত্যা মামলার আসামি মনির হাওলাদার এবং পুলিশের উপর হামলার অভিযোগে তার স্ত্রী কুলসুম বেগমকে গ্রেফতার করে।
গতকাল সোমবার বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কুলসুমকে এবং হত্যা মামলায় তার স্বামীকে ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, একটি হত্যা মামলার আসামি গ্রেফতারের জন্য থানা পুলিশের একটি দল মধ্য ভাতশালা গ্রামে অভিযান চালায়। অভিযান টের পেয়ে আসামি মনির ও তার স্ত্রী কুলসুমসহ অন্যান্যরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় কুলসুম ধারালো অস্ত্র দিয়ে এএসআই কৃষ্ণ’র মাথায় কুপিয়ে জখম করে। কৃষ্ণ’র অন্য সহযোগীরা হত্যা মামলার আসামি মনিরকে এবং পুলিশের উপর হামলার অভিযোগে তার স্ত্রী কুলসুমকে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে কুলসুম ও মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় সোমবারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর