কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ততদিন দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না। শেখ হাসিনার লক্ষ্য দেশে কোনো ভূমিহীন-গৃহহীন থাকবে না।
মঙ্গলবার মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীতে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। আর না থাকলে খাদ্যে সংকট হয়। শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। নিরাপত্তা দিয়েছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
মতিয়া চৌধুরী আরও বলেন, আজ তৃতীয় পর্যায়ে অসহায়দের জমিসহ ঘর দেওয়া হচ্ছে। ভিজিএফ, ভিজিডি ও নগদ টাকা সহায়তা যাই বলেন, সবই জনগণের ট্যাক্সের টাকা থেকে সংগ্রহ করা। তাই এগুলো আমি প্রকাশ্যে দিবালোকে বিতরণ করতে পছন্দ করি। পেছন থেকে কেউ যেন আঙুল তুলতে না পারে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বার বার ক্ষমতায় আসেন। দেশের উন্নয়ন করছেন। সাধারণ মানুষ গণতন্ত্রের স্বাদ ভোগ করছেন।
এ সময় নকলা ও নালিতাবাড়ী উপজেলার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই