সিরাজগঞ্জে খেজুর ও জুতার দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলা ও এসএস রোডে এই অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় রোজার প্রথম থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুপুরে শহরের বাহিরগোলায় একটি ফ্রুটস অ্যান্ড কোল্ড স্টোরেজকে পচা ও গলিত খেজুর বিক্রির জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শহরের এসএস রোডে একটি সু-স্টোরে পণ্যের মূল্য ট্যাগ না দেওয়ায় এবং প্রতিশ্রুতি পণ্য যথাযথ বিক্রয় না করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই