সারাদেশের ন্যায় মৌলভাবাজারের শ্রীমঙ্গলে ৩য় ধাপে আরও ৫০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গনভবন থেকে উপজেলা প্রশাসনের হল রুমে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ঘর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ উপকারভাগী পরিবার গুলোর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিল, ঘরের চাবি ও ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
প্রতিটি পরিবারের জন্য রয়েছে ২টি বেডরুম, ১টি বাথরুম, রান্নাঘর ও বারান্দাসহ ঘর।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ওসি শামীম অর রসিদ তালুকদার, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতলিব, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ