জয়পুরহাটে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জন এবং সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই