নাটোরে ঠেঙ্গামারা মহিলা সবুজসংঘ (টিএমএসএস) এর উদ্দ্যোগে মুজিববর্ষ কৃষি অ্যাওয়ার্ড বিতরণ, দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর বড়হরিশপুরের টিএমএসএস হলরুমে কৃষিখাতে বিশেষ অবদান রাখায় ১১ জন চাষিকে মুজিববর্ষ কৃষি
অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
টিএমএসএস এর আয়োজনে প্রতিষ্ঠানের ট্রাস্ক ফোর্স চেয়ারম্যান আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। কৃষি উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন শারমিন আক্তার পান্না, আবুইউসুফ লাম ও মোছ. নাজমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এআরএম এন্ড ডিজি মাহবুবুর রহমান, নাটোর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহমেদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস পারভীন।
বিডি প্রতিদিন/হিমেল