চাঁদপুরের কচুয়ায় ৭৩ বোতল ফেনসিডিলসহ সজিব হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে।
আজ মঙ্গলবার কচুয়া-গৌরিপুর সড়কের বারৈয়ারা বাজার এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন তাকে আটক করেন।
আটকৃকত সজিব হোসেন কুমিল্লা বুরুড়া উপজেলার রাজাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর