বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী চার বছরের জন্য সমিতির উপজেলা শাখার সভাপতি পদে আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে ছায়েদুজ্জামান পুনরায় নির্বাচিত হয়েছেন।
এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী প্রামাণিক।
উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ ইউনুস আলী ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির স্থানীয় শাখার যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন, শিক্ষক জাহাঙ্গীর আলম, রঘুনাথ মুখার্জী, ফেরদৌস রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, মোছা. তানজিরা বেগম, মাহমুদুর রেজা, দোলন কুমার মোহন্ত, এনামুল হক, শাহীনুর রহমান, মাহবুবুর রহমান পলাশ, শাহীন আক্তার ও শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই