কাহালু থানা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাহালু সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলেন উদ্বোধন করা হয়।
কাহালু উপজেলা বিএনপি'র আহ্বায়ক সেলিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক রেজাউল করিম বাদশা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রামের সংসদ সদস্য মোশারফ হোসেন, প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট সাইফুল ইসলাম, বিশেষ বক্তা ও যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মীর শাহে আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর আই ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কে এম খাইরুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগানসহ কাহালু থানা ও পৌর বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল কাউন্সিল সফল করার জন্য সম্মানিত সকল নেতৃবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নবনির্বাচিত থানা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন এমপি মোশারফ হোসেন।
বিডি প্রতিদিন/আরাফাত