নরসিংদীর রায়পুরায় আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে আসারির লোকজনের বিরুদ্ধে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে এসআই আরিফ রাব্বানি ও কন্সটেবল আলামিন গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতবস্থায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছেন, রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের বাচ্চু মেম্বারের ছোট ভাই স্বপন মিয়াকে গ্রেফতারের জন্য রায়পুরা পুলিশ তার বাড়িতে যায়। পুলিশ স্বপন মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসতে চাইলে স্বপনের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এতে টের পেয়ে এসআই আরিফ রাব্বানি ও কন্সটেবল আলামিন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কম্পপ্লেক্সে পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় প্রেরণ করে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান পুলিশের উপর হামলার সত্যতা স্বীকার করে বলেন, স্বপনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দুই পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। একই সাথে স্বপন মিয়াসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল