ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের গৃহে থাকা বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
মঙ্গলবার বিকালে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের ৫৪টি পরিবারের সদস্যদের মাঝে চাল, সেমাই, চিনি, তেল, আলু ও লবণসহ অন্যান্য সামগ্রীর সমন্বয়ে ঈদ উপহার প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিদুল আক্তার মিন্টু, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, সাতৈর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আইয়ুব আলী।
বিডি প্রতিদিন/আবু জাফর