নানা-নানীর বাড়িতে ঈদ করতে বাবা-মায়ের সাথে ঢাকা থেকে নাটোরের লালপুরে আসে ২ বছরের অবুঝ শিশু মেধা। কিন্তু নানা বাড়ির পাশের পুকুরে পাওয়া যায় ওই শিশুর মরদেহ। মৃত মেধা উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে এবং একই গ্রামের মোখলেছুর রহমানের নাতনী।
মোখলেছুর রহমান জানান, সম্প্রতি তার মেয়ে ও জামাইয়ের সঙ্গে ঢাকা থেকে ঈদ করতে আসে মেধা। মেধার আগমনে পুরো পরিবারে আনন্দ নেমে আসে। সকলেরই আশা ছিল এবারের ঈদ অন্য রকম আনন্দে কাটবে।
তিনি আরো জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) যোহরের নামাজের আগে তিনি মেধার সঙ্গে খেলা করে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে জানতে পারেন মেধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক সন্ধানের পর বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেধাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা শিমুল বলেন, মৃত অবস্থায় ওই শিশুকে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ