কক্সবাজারের টেকনাফ বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে শফিকুল আলম (৪২) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।
গত ২৩ এপ্রিল ব্যবসায়িক কাজে ঢাকা থেকে কক্সবাজার আসে শফিকুল আলম। কতিপয় লোক তাকে অপহরণ করে নির্জন জায়গায় আটকে রেখে তার পরিবারের সদস্যদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি র্যাব-১৫ অবগত হয়ে র্যাবের একটি আভিযানিক দল সোমবার গভীর রাতে টেকনাফ থানাধীন বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে ভিকটিম শফিকুল আলমকে উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল্য এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ এপ্রিল কতিপয় অপহরণকারী তাকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ের নির্জন স্থানে আটকে রাখে। পরবর্তীতে তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন সময় তাকে শারিরিকভাবে নির্যাতন চালাতো অপহরণকারীরা।
তিনি আরও জানান,অপহৃত ভিকটিমকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ