কুমিল্লায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর ও সংবাদ সংগ্রহে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমের সংবাদ প্রকাশের বিষয়টিকে সামনে এনে কুমিল্লা ১ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন স্বপ্রণোদিত হয়ে এই আদেশ প্রদান করেন।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয়।
আদেশ কপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে ‘চেয়ারে বসায় ৩ সেবাগ্রহীতাকে পেটালেন পাসপোর্টের ডিডি’ উল্লেখিত শিরোনামের সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে। এই সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন। তাছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াও আইনবিরোধী মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় ।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রণোদিত হয়ে এই আদেশ প্রদান করেছেন। আদেশ কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, এই জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি। কপি আসলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ ওঠে উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এছাড়াও ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন