নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ৮নং ওয়ার্ডের মেম্বার আবু নাছের আশিক। দুপুরে হোসেনপুর নিজ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেম্বার আবু নাছের আশিক বলেন, তিনি ৬নং ওয়ার্ড থেকে ২ বারের নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহবুব হোসেন তরুণ অনিয়মের মাধ্যমে বিধি বহির্ভুত ভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়ে গত ১৩ এপ্রিল জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এর পর ২৪ এপ্রিল চেয়ারম্যান সৈয়দ মাহবুব হোসেন তরুণ চাটখিল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে প্যানেল গঠন করা হয়েছে বলে জানান। প্রকৃত পক্ষে সেখানে মাত্র ৫ জন মেম্বার উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মেম্বার আবু নাছের আশিক পূনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন ও চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল