ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম. মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, সহকারি কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা মো. নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ।
সভায় বক্তাগণ মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ নির্মূলে সোচ্চার থাকার জন্য অনুরোধ জানান। এছাড়াও আসন্ন ঈদ মৌসুমে সংঘটিত যে কোনো অপরাধ দমনে কঠোর থাকার আহবান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা