সুনামগঞ্জের হাওরে আগাম বন্যায় বাঁধ ভেঙে ফসল হারানো কৃষকদের মাঝে ঈদ উপহার দিয়েছে র্যাব।
আজ বুধবার দুপুরে দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাঁধ ভেঙে তলিয়ে যায় জেলার বৃহৎ আয়তনের চাপতির হাওরের প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমির বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হন হাজারো কৃষক।
র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ক্ষতিগ্রস্ত ৭৫ জন কৃষকের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, চিনি, সয়াবিন তেল ও সেমাই।
বিডি প্রতিদিন/এএ