চুয়াডাঙ্গায় ভূমিহীন শিশুদের জন্য ‘আনন্দ ভুবন’ নামে শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সাথে এ পার্ক উদ্বোধন করা হয়। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ভূমিহীন পরিবারের শিশুদের জন্য এ পার্কের ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এ পার্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকৌশলী মো. খালিদ হোসেন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এএ