ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদকে সভাপতি ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যানদের গত দুই দিনব্যাপী সভায় সর্বসম্মতিক্রমে ৪৪ পদ বিশিষ্ট এ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। ৪৪ জন ছাড়াও সকল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানগণ পদাধিকার বলে সংগঠনের নির্বাহী সদস্য হিসেবে বিবেচিত হবেন।
বিডি প্রতিদিন/ফারজানা