বাগেরহাটে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিধি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাটের জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।
উদ্বুদ্ধকরণ সভায় প্রকল্প এলাকার ১০টি জেলার দেড় মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন। দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম