সিলেটের প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথে দেশের প্রথম ‘প্রবাসী চত্বর’র উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে নির্মিত ওই চত্বরের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খাইরুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল উপস্থিত ছিলেন।
২০১৪ সালে বিশ্বনাথ উপজেলার অটোরিকশা স্ট্যান্ডের পাশে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে একটি গোলচত্বর নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। যানজট ও যেকোনো দুর্ঘটনা এড়াতে গোলচত্বরটি নির্মিত হলেও দীর্ঘ কয়েক বছর ধরে সেটি নামবিহীন অযত্ম-অবহেলায় পড়েছিল। ব্যবহার হচ্ছিল নানা ধরণের ব্যানার-ফেস্টুন টানানো ও ময়লা-আবর্জনা ফেলার কাজে। পরে, ২০২১ সালে উপজেলার প্রবাসীকে সম্মান জানাতে ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে চত্বরটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন। তখন এর নাম দেওয়া হয় ‘প্রবাসী চত্বর’।
প্রবাসী চত্বরের নকশা করেছেন, স্থপতি জিষ্ণু কুমার দাস। নকশা অনুযায়ী প্রবাসী চত্বরের ভেতরে একজন ট্রাফিক পুলিশ মুভ করতে পারবে। এর গায়ে আঁকা রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা। বিদেশ থেকে প্রেরিত অর্থ বাংলাদেশী মুদ্রাকে শক্তিশালী করছে বোঝাতে চত্বরের একেবারে উপরে রয়েছে আঁকা হয়েছে বাংলাদেশি মুদ্রার ছবি।
বিডি প্রতিদিন/নাজমুল