ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের ব্যবসায়ী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজিবকে কুপিয়ে জখমের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বুধবার দুপুর ১২টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময়-উদ-দৌলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌকির আহম্মেদ ডালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার বিকেল আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় যুবলীগ নেতা রাজিবের ওপর বোয়ালমারী উপজেলার ছত্রকান্দা গ্রামের কয়েকজন হামলা চালায়। পরে স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/এমআই