পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিব্বুর রহমান মহিব।
আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা টাস্কফোর্স কমিটির এ মতবিনিময় সভার আয়োজন করে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা।
বিডি প্রতিদিন/নাজমুল