মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য গুদামের ভিজিএফের ৬৩ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী পৌর এলাকার চাল বাজারে চাল ব্যবসায়ী হাফিজুর রহমানের গুদাম থেকে এ চালগুলো উদ্ধার করা হয়। মোট চালের পরিমাণ ৩ মেট্রিক টন।
সরকারি গোডাউনের চাল গুদামজাতকরণ করেছে ব্যবসায়ী এমন সংবাদে উপজেলা খাদ্য কর্মকর্তা সাব্বির হাসানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম জানান, ‘গাংনীর খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারি চাল শহরের একটি গুদামে গুদামজাত আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে জব্দ করা হয়।
চাল ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, আমাকে ভুয়া কাগজপত্র দেখিয়ে খাদ্য অফিসার সাব্বির হাসান এ চাল বিক্রি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর