বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বুধবার বিকেলে নগরকান্দার কোনাগ্রামস্থ বাড়ীতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী রতন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনান, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব মুন্সী, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়াল শিথিল, ছাত্রদল নেতা আরেফিন সজিব প্রমুখ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজম খান, মো. মাজেদ মিয়া, কৃষক দলের নেতা বিল্লাল হোসেন, মহিলা দলের নেত্রী বিলকিস ইসলাম, নাজরীন ইসলামসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সালথা-নগরকান্দা উপজেলার বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল শেষে এতিমখানার বেশকিছু শিক্ষার্থীকে পোষাক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সময় মৃত্যুবরণকারী বিএনপির ১০ নেতা-কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন শহিদুল ইসলাম বাবুল।
বিডি প্রতিদিন/এএম