চাঁদপুরে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
চাঁদপুর সদরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ২শ জনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি ও খাদ্য সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ