টাঙ্গাইলের সখীপুরে কামাল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাতেই কামাল হোসেনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত সানোয়ার হোসেন শরীফ ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক। এ বিষয়ে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আহত আওয়ামী লীগ নেতা।
একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক সভা শেষে সানোয়ার হোসেন শরীফ কামাল হোসেনকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৪/৫ জন কামাল হোসেনকে আকস্মিক কিলঘুষি মারেন। এতে তার নাক ও মাথা ফেটে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কামাল হোসেন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ ঘটনায় মামলা করা হবে।
অভিযুক্ত যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ বলেন, টাকা দাবি করার বিষয়টি সত্য নয়। আমাদের মধ্যে যা কিছু হয়েছে, তা দুপক্ষের মধ্যে কথা বলে মিটিয়ে নিয়েছি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই