ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা ও মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বগুড়া শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
ড্যাবের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট পিপি সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম-আহ্বায়ক ও কাহালু-নন্দীগ্রামের এমপি মোশারফ হোসেনসহ ড্যাব নেতৃবৃন্দ, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতারের পূর্ব মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত