ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে প্রয়াত শিক্ষকদের রূহের মাগফিরাত কামনা করে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অসুস্থ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্যেও দোয়া করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর শাখার সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম কবীর দিদারের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া, মুক্তাগাছা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর