ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপত্বিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা কর্মসূচির আওতায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এক লাখ আট হাজার টাকার শিক্ষা বৃত্তি এবং স্কুলে যাতাওয়াতে সুবিধার্থে মাধ্যমিক পর্যায়ের ১৫ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে ১৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মহম্মদ আবু আহাদ মিয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা পারভীন, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ