পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ হাজার ৩০৯টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বিশেষ ভিজিএফ’ হিসেবে পৌরসভা মেয়র ও ১৬ ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। সব মিলিয়ে গোটা উপজেলায় এবার ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার জানান, ইতোমধ্যে নিশানবাড়িয়া, খাউলিয়া, রামচন্দ্রপুর, বণগ্রাম, হোগলাবুনিয়া, বলইবুনিয়া ও হোগলাপাশা ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। অপর ইউনিয়নগুলোতে বিতরণ চলছে।
ঈদের আগেই এ চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য সকল চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতার সাথে বিষয়টি তদারকি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম