জেলার বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় প্রশাসন ও ক্যাব উপজেলা শাখা বৃহস্পতিবার বেলা ১১টায় ‘বড়াল’সভা কক্ষে এই সেমিনারের আয়োজন করে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন, কৃষি অফিসার মোমরেজ আলী, ক্যাব সেক্রেটারি সাংবাদিক আরিফুল ইসলাম তপু, সদস্য জুলফিকার আলী, মিলটন আরী প্রমুখ।
সেমিনারে উপজেলা প্রশাসন কর্তা, ক্যাব উপজেলা কমিটি, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল সকলকে ঈদের শুভেচ্ছে জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে সকলকে আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম