পবিত্র রমজান মাসের শবে কদর উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যাতে মাংস ও নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেই জন্য অভিযান পরিচালনা করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অফিসের সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন, মডেল থানার এসআই নুরে আলম ও তার সঙ্গীয় ফোর্স।
আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌর এলাকার বাস স্টেশন এবং উপরের বাজারের বিভিন্ন মাংসের দোকানকে গরু ও মহিষের ৭০০ টাকা কেজি মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, পবিত্র শবে কদরের রাতকে কেন্দ্র করে কোন অসাধু ব্যবসায়ী যাতে দাম বাড়াতে না পারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং গরু-মহিষের মাংস ৭০০ টাকা কেজি মূল্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ