বৃহস্পতিবার সকালে সোনাতলা পৌর এলাকার ঘোড়াপীরে ( জালাল উদ্দিন টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ সংলগ্ন) ‘মামা-ভাগ্নে মোটর্স’ নামের মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, সোনাতলা পৌর মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারী সাবেক জেলা পরিষদ সদস্য প্রভাষক শাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল এবং পৌর কাউন্সিলর হারুন অর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন তবিবর রহমান মাস্টার, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, বাঙালি বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, পৌর কাউন্সিলর রেজাউল করিম, লিমন মিয়া, প্রভাষক সাজেদুর রহমান, তৌফিকুর রহমান তুহিন, আমির ফয়সাল ও তৌকির আহম্মেদ প্রমুখ ।
বিডি প্রতিদিন/এএ