প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জামালপুরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরে নিজস্ব কার্যালয় থেকে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ পাল রানা, আনোয়ার হোসেন আনু, সাইফুল ইসলাম রাহাত প্রমুখ।
জামালপুর সদরের অসহায় ও অস্বচ্ছল ৯ ব্যক্তির মধ্যে ৮ জনকে ৫০ হাজার টাকা করে এবং ১ জনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল